কলকাতা

১২ ডিসেম্বর লালন, ১৪-য় আসানসোল, ২১-এ কি? শুভেন্দু-র ডিসেম্বর ধামাকা নিয়ে কটাক্ষ অভিষেকের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি ডিসেম্বর ধামাকা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। এবার সেই চর্চার তাপ বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ডিসেম্বরের তিনটি তারিখ উল্লেখ করেছিলেন- ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর। ২১ ডিসেম্বর আসতে আরও এক সপ্তাহ। গত ১২ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দুটি বড় ঘটনা ঘটে যায় বাংলার বুকে। ওই দুদিন কী দুটি ঘটনা ঘটেছিল, অভিষেক সেটা টুইট করে জানান। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে মৃত্যু হয় লালন শেখের। দুদিন বাদে আজ বুধবার ১৪ ডিসেম্বর আসানসোলে তিন নিরীহ মানুষের প্রাণ গেল। ২১ ডিসেম্বর কী তবে আরও কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে। বুধবার আসানসোলে একটি কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা গোটা তিনেক কম্বল বিতরণ করে স্থানীয় বিজেপি অফিসে চলে যান। শুভেন্দু চলে যেতে অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারান তিনজন। আহত হন আরও পাঁচ।ঘটনার দিন রাতেই তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন শুভেন্দুকে খোঁচা দেন। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আসানসোলের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার সঙ্গে তিনি কাউকে দোষ দিচ্ছেন না। এমন দুর্ঘটনা না ঘটলেই ভালো হত। নিহতদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।