কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন ‘নিউ ইয়র্ক থেকে সেলফি পাঠিয়েছেন একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সাংসদ কাম মাফিয়া ডন’! প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বিদেশে চিকিৎসা করাতে গিয়েছেন। কিন্তু সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম অভিষেককে কটাক্ষ করে টুইট করেছিলেন। সেই টুইটে তিনি যে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন সেই নিয়ে এবার শুধু রাজনৈতিক স্তরে নয়, সিপিএমের অন্দরেও আলোচনা শুরু হয়। তিনি লিখেছিলেন, ‘এমপি কাম মাফিয়া ডন কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। তিনি নিউ ইয়র্ক সিটি থেকে সেলফি তুলে পাঠিয়েছেন। বিজেপির বসেরা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তিনি ১৫জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তার অবৈধ সম্পদ জমা রাখার জন্য।’ উল্লেখ্য, সোমবারে টুইট নিয়ে বিতর্ক তৈরি হয়। এদিকে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক বেশ চাপে পড়লেন। কলকাতা মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করলেন যৌনকর্মীদের। সিপিএমের রাজ্য সম্পাদক সেই সময় বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি যদিও। তাদের হাতে পোস্টার ছিল। তার মন্তব্যের তীব্র নিন্দা করে ক্ষমাও দাবি করেন তারা। চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক মার্কিন মুলুক সফরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। সেই ছবির সূত্র ধরেই এই ধরণের কুরুচিকর আক্রমণ করে একটি টুইট করেন সিপিএম নেতা। তার টুইটে ইংরেজিতে ‘প্রস্টিটিউট’ শব্দের উল্লেখ ছিল, যাঁর বাংলা ‘পতিতা’। এবার তার এই মন্তব্যের জেরে মহম্মদ সেলিমকে তিন পাতার আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।