জেলা

শুভেন্দুর গ্রেফতারির দাবিতে উত্তাল শহর থেকে জেলা, মৃতের পরিবারের পাশে অভিষেক, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পরিবারকে

এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কার্যত দিনভর উত্তাল থাকল গোটা জেলা। এদিন দফায় দফায় তরফ থেকে অবরোধ বিক্ষোভ করা হয়। শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে জেলায় ছুটে আসেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরাও। এই মৃত্যুর ঘটনায় এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফ থেকে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হল। পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে মৃতের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কের চণ্ডীপুরের কাছে শুভেন্দুর গাড়ির পিছনে থাকা কনভয়ের ধাক্কায় মৃত্যু হয় ভৈরবপুর এলাকার যুবক শেখ ইসরাফিনের (৩৩)। ঘটনার পর থেকেই রাতে ওই এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁদের শান্ত করলেও শুক্রবার দিনভর উত্তাল রইল চণ্ডীপুর সহ গোটা জেলা। তৃণমূলের তরফ থেকে মৃতর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরে একবারের জন্যও দাঁড়াননি বিরোধী দলনেতা। কনভয় দ্রুতগতিতে থাকার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি স্থানীয়দের। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে জেলা উত্তাল রইল। শুভেন্দু নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামেও সকাল থেকে বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে শুভেন্দুর গ্রেফতারের দাবি তোলেন তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি এদিন চণ্ডীপুরে তৃণমূলের তরফ থেকে বিরাট প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন দোলা সেন, অখিল গিরি, বীরবাহা হাঁসদা, উত্তম বারিক, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জয়া দত্ত, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্যের মতো নেতৃত্বরা। এদিন বিকেলে কাঁথি শহরেও শুভেন্দুর গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন খোদ মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি। এদিকে, মৃত যুবকের বাবা সফিরউদ্দিন জানান, “শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় আমার ছেলের মৃত্যু হয়েছে। ধাক্কা মারার পর গাড়ি থেকে কয়েকজন নেমে লাইট দিয়ে দেখে ফের গাড়ি চালিয়ে চলে যায়। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি”। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, “শুভেন্দুর দ্রুত গতির কনভয় এক যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধার করার মানবিকতাও দেখায়নি কেউ। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। কিন্তু শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল। ফেরার আসামি শুভেন্দুর গ্রেফতার চাই”। এদিকে, শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুরের DSP হেড কোয়ার্টার মহম্মদ মোহাইমেনুল হক বলেন, “নিহত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তার চালককে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতকে ১ দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া কনভয়ের প্রত্যেককে আইনি নোটিশ পাঠানো হবে”।