৫৩৮ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জেট এয়ারওয়েজের দিল্লি ও মুম্বইয়ের কার্যালয়ে তল্লাশি চালাল সিবিআই। পাশাপাশি সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ আগরওয়ালের বাড়িতেও চলে তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দিল্লি, মুম্বই সহ দেশের সাতটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। তবে কী-কী নথিপত্র উদ্ধার হয়েছে, তা জানানো হয়নি। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ আগরওয়াল। ব্যাঙ্কের পক্ষ থেকে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে জেটের প্রাক্তন কর্ণধার নরেশ আগরওয়াল, তাঁর স্ত্রী অনিতা গোয়েল, বিমান সংস্থার প্রাক্তন পরিচালক গৌরাঙ্গ আনন্দ শেট্টি-সহ সংশ্লিষ্ট ব্যাঙ্কের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক সঙ্কটের কারণে ২০১৯ সালে এক সময়ে দেশের বৃহত্তম উড়ান সংস্থা জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ক্রমশই সংস্থার দেনার পরিমাণ পাহাড়প্রমাণ হতে থাকে। ২০২১ সালের জুন মাসে জেটের মালিকানার হাত বদল ঘটে।