কলকাতা

বিসিএস পরীক্ষায় বাংলা ভাষা বিরোধিতা, ‘বাংলাবিদ্বেষীর’ ভূমিকায় মাঠে নামছেন শুভেন্দু অধিকারী

সম্প্রতি রাজ্য সরকারের তরফে ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। এবার সেই সিদ্ধান্তের বিরধিতা করে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা আবশ্যিক করার বিরুদ্ধে বিধানসভায় সরব হবেন বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি রাজযের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পরীক্ষায় পাস করতেই হবে বলে সম্প্রতি নতুন নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ‌্য সরকার। মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরনো ব‌্যবস্থা বদলের কোনও দরকার নেই। বিধানসভার অধিবেশন শুরু হলে আমরা জোরদারভাবে ইস্যুটি তুলব।’ শুভেন্দুর অভিযোগ, রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হিন্দি ও অন‌্যান‌্য অ-বাংলা ভাষীরা বঞ্চিত হবেন। তাই এই নতুন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব‌্য, দেশের বিভিন্ন রাজ্যে সিভিল সার্ভিসে যোগ দিতে গেলে সেই রাজ্যের ভাষা জানা বাধ‌্যতামূলক। শুভেন্দু অধিকারী উসকানি দিয়ে চলেছেন। বিরোধী দলনেতা সস্তার রাজনীতি করতে চাইছেন বলে মন্তব্য তৃণমূল নেতৃত্বের।