রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩
কলকাতাঃ রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৪ জন। এই নিয়ে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬৩। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে যাওয়ায় ৪৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। রাজ্যে মোট ১১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পাশাপাশি, রাজ্য আগেই জানিয়ে দিয়েছিল, মৃত্যুর পরে করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া গিয়েছিল ৭২ জনের। ফলে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৭৪ জন। আজ রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।