কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ২১২৪, মৃত ২০৬, সুস্থ ১৪১৪

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৮১৬। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২০৬। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২,১২৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। ফলে রাজ্যে মোট সুস্থ হল ১,৪১৪ জন।