কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মত! অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক অভিযোগ। একা পল্লবী নন, সাগ্নিকের জন্য নাকি আত্মঘাতী হয়েছে তার এক প্রাক্তন প্রেমিকাও! অভিযোগ তেমনই। অভিযোগ, অভিনেত্রী পল্লবী দে-র সঙ্গে লিভ-ইন করার আগে শুধু সুকন্যা মান্নার সঙ্গেই যে সাগ্নিক রেজিস্ট্রি করেছিল, তাই নয়। তারও আগে সৌমি মন্ডল নামে একজনের সঙ্গেও ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল সাগ্নিকের । সৌমিও হাওড়ার জগাছার-ই মেয়ে। দুজনেই তখন স্কুলে পড়ে। ফোর্ট উইলিয়াম সেন্ট্রাল স্কুলে পড়ত দুজনে। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ই আত্মঘাতী হয় সৌমি মন্ডল। নিজের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সৌমির। সৌমির পরিবার তাঁদের মেয়ের এই মৃত্যুর জন্য সাগ্নিককেই দায়ি করছেন। সৌমির পরিবারের দাবি, সাগ্নিককেই জন্যই নাকি আত্মঘাতী হয়েছিল সৌমি! অন্যদিকে টেলি অভিনেত্রী পল্লবী দে’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় এ বার পুলিশের কাছে বিস্ফোরক দাবি করলেন তাঁর পরিচারিকা । পল্লবীর গড়ফার গাঙ্গুলি বাগানের বাড়ির পরিচারিকার দাবি, অনেক সময় যখন কাজের জন্য পল্লবী ফ্ল্যাটের বাইরে থাকতেন, সেই সময় একাধিক মহিলাকে নিয়ে এসে সেই ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক। ওই মহিলাদের মধ্যে একজনের নাম ঐন্দ্রিলা । ঐন্দ্রিলা ছাড়াও আরও বেশ কয়েকজন মহিলাকে নিয়ে সাগ্নিক মাঝেমধ্যেই পল্লবীর গাঙ্গুলি বাগানের ফ্ল্যাটে এসে সময় কাটাতেন । আর এই নিয়ে তাঁর সঙ্গে পল্লবীর মাঝেমধ্যেই কথা কাটাকাটি হত । পুলিশের কাছে এমনই দাবি করেছেন ওই পরিচারিকা ৷ তিনি বলেছেন, মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা এবং হাতাহাতির মতো ঘটনা ঘটত ৷ তার পর পল্লবী ওই পরিচারিকার সঙ্গে নিজের মানসিক অবস্থার কথা ভাগ করে নিতেন । পরিচারিকার এ হেন বিস্ফোরক মন্তব্যে এ বার নতুন জল্পনা শুরু হয়েছে । ইতিমধ্যেই গাঙ্গুলি বাগানে পল্লবীর ফ্ল্যাটের চারপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সাগ্নিকের বেশ কয়েকদিনের গতিবিধির উপর নজর রাখছেন তদন্তকারীরা । পল্লবীর ফ্ল্যাটের টাকা, অভিজাত গাড়ির ইএমআই এবং সাগ্নিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কবে কোন কোন খাতে টাকা লেনদেন হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । যদিও পল্লবীর পরিবারের দাবি, বেশিরভাগ সময় পল্লবীর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজের শখ পূরণ করতেন তাঁর লিভিং পার্টনার সাগ্নিক চক্রবর্তী । তাহলে কি টাকা-পয়সার জন্যই পল্লবীকে ব্যবহার করতেন সাগ্নিক ? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ।