বিদেশ

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া আদানি গ্রুপ! দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় বিনিয়োগ ৩ হাজার ৬০০ কোটি

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া আদানি গ্রুপ। আর সেই কারণেই এবার দেউলিয়া শ্রীলঙ্কাই টার্গেট আদানি গ্রুপের। ৪৪২ মিলিয়ন ডলার এই দ্বীপ রাষ্ট্রে বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ৩৬০০ কোটির থেকেও কিছুটা বেশি। খবর মোতাবেক, শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট প্রমোশন বডি আদানি গ্রুপের এই বিনিয়োগকে গ্রিন সিগন্যাল দিয়েছে। জানা গিয়েছে, এই বিনিয়োগে দুটি প্রকল্প শ্রীলঙ্কায় গড়ে দেবে আদানি গ্রুপ। তৈরি তৈরি হবে দুটি এয়ার পাওয়ার প্ল্যান্ট। একটি শ্রীলঙ্কার উত্তরে ও অপরটি তৈরি হবে শ্রীলঙ্কার পূর্ব এলাকায়। আদানি গ্রুপের পরিকল্পনা মোতাবেক, মান্নারে যে প্ল্যান্টটি তৈরি করা হবে সেটি ২৫০ মেগাওয়াট পাওয়ার সম্পন্ন ও পুনেরিনে যে এয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে সেটি ১০০ মেগাওয়াট পাওয়ার সম্পন্ন। ২০২৫ সালে এই দু’টি প্ল্যান্টেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে পরিকল্পনা রয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার বোর্ড অফ ইনভেস্টমেন্টসের তরফে আদানি গ্রিন এনার্জি লিমিটেডকে ৪৪২ মিলিয়ন ডলারের বিনিয়োগে অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদন সংক্রান্ত একটি চিঠিও বোর্ডের তরফে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই দু’টি এয়ার পাওয়ার প্ল্যান্ট ২ বছরের মধ্যেই চালু হবে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের মধ্যে এটি ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে বলে জানা গিয়েছে। এই নতুন দুটি প্ল্যান্টে ১৫০০-২০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।