কলকাতা

অ্যাডিনোভাইরাসে কলকাতাতেই গত ২ মাসে মৃত্যু ১১ শিশুর!

করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়ে স্বস্তির শ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ৷ তার মধ্যেই শহরে হাজির নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস৷ গত দু মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েই শুধুমাত্র কলকাতায় মৃত্যু হয়েছে ১১টি শিশুর৷ এর মধ্যে ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালে অ্যাডিনোভাইরাসে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে৷ কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে তিনজনের৷ পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ এদের প্রায় সবারই বয়স ২ বছরের নীচে৷ অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত শিশুরা শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল৷ চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই থাবা বসায় অ্যাডিনোভাইরাস৷ প্রাথমিক পর্যায়ে সাধারণ ফ্লু-এর মতোই জ্বর, হাঁচি, সর্দি-কাশি, চোখ জ্বালা, ডায়েরিয়া, শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আক্রান্ত শিশুদের৷ কোনও কোনও ক্ষেত্রে উপসর্গ থাকছে ৩০ থেকে ৩৫ দিন পর্যন্ত৷ চরম পরিণতিতে ফুসফুসের সংক্রমণ এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে৷ চিকিৎসকদের মতে, এক্সট্রিম এজ গ্রুপ অর্থাৎ ১ মাস থেকে ৩ বছর বয়সি শিশু এবং বয়স্কদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি৷ কারণ তাদের শরীরে রোগে প্রতিরোধ ক্ষমতা কম থাকে৷