জেলা

আদ্যাপিঠে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

দিনেদুপুরে আদ্যাপিঠ এলাকায় পুলিসকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন  ইমরান নামক একজন সিভিক ভলান্টিয়ার। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় দক্ষিণেশ্বর-আদ্যাপিঠ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ, শুক্রবার রহড়া থানার পুলিস রহড়ার ডাকাতির ঘটনার কিনারা করতে আদ্যাপিঠ এলাকার একটি হোটেলে তল্লাশি করতে যায়। তল্লাশি অভিযান চলার সময় পুলিসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কতীরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। তবে ঘটনায় জড়িত আরও কেউ রয়েছে কিনা তার তল্লাশি চলছে। গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ারকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপদ মুক্ত বলেই খবর।   

সূত্রের খবর, দক্ষিণশ্বরের হোটেলে তল্লাশির সময় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় প্রকাশ, কয়েক দিন আগে রহড়ায় ৬২ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশির পর তাদের সন্ধান পাওয়া যায়। পুলিশ গোপন সূত্রে খবর পায়, ডাকাত দলের বেশ কিছু সদস্য দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসে গা ঢাকা দিয়ে রয়েছে। এ দিন পুলিশ ওই গেস্ট হাউসে হানা দিতেই গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। কিন্তু ওই হোটেলে ঢুকতেই দুষ্কৃতীরা অতর্কিত গুলি চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রায় দু-তিন রাউন্ড গুলি চলেছে। আহত সিভিক ভলান্টিয়ারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।