কলকাতা

এবার থেকে যাত্রীদের মনোরঞ্জনের দিকে খেয়াল রেখে এসি মেট্রোর বসছে টিভি

এবার থেকে যাত্রীদের মনোরঞ্জনের দিকে খেয়াল রেখে ট্রেনের বগিতে টিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সফরের সময়ে যাত্রীরা চোখ রাখতে পারবেন বিনোদন বা গুরুত্বপূর্ণ খবরে। স্টেশনগুলিতে আগেই ছিল টিভি। এবার মেট্রো ট্রেনের বগিতেও বসছে ৩২ ইঞ্চির এলইডি স্ক্রিন। এর আগে সফরকালে ঘোষণা হত শুধু স্টেশনের নাম। এবারে খেলা থেকে খবর, চলচ্চিত্র, গান সবই উপভোগ করতে পারবেন মেট্রো যাত্রীরা। থাকবে বিজ্ঞাপনও। কর্তৃপক্ষ জানাচ্ছে, আপাতত ১৬টি এসি মেট্রো রেকে বসছে এলইডি স্ক্রিন। প্রতিটি কোচে দু’টি করে টিভি থাকবে। মানে, ৮ কোচের মেট্রো রেকে মোট টিভি থাকবে ১৬টি। নয়া এই সুবিধা আপাতত মিলবে উত্তর-দক্ষিণ করিডোরের (ব্লু লাইন) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুট পর্যন্ত। ধীরে ধীরে সমস্ত মেট্রো রুটে চালু করা হবে এই পরিষেবা। শুক্রবার কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ অরোরা’র উপস্থিতিতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে মেট্রোর এই চুক্তি হয়েছে।