দিল্লির পর এ বার গুয়াহাটিতেও আটক হলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। নোট উদ্ধার কাণ্ডে দিল্লির পাশাপাশি গুয়াহাটিতেও তল্লাশি অভিযান চালায় সিআইডি-র একটি বিশেষ দল । কিন্তু এ দিন থানায় রিকুইজিশন জমা দেওয়ার সময় সিআইডির ওই প্রতিনিধি দলকে একপ্রকার বলপূর্বক আটক করে অসম পুলিশ। সিআইডি আইনি পদক্ষেপ করব বলে জানা গেছে । দিল্লির জট কাটতে না কাটতেই ফের গুয়াহাটিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজ করতে বাধা এবং তাদেরকে আটক করার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে । রাজ্য পুলিশ সূত্রের খবর, একজন এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দুজন আইজি পদমর্যাদার আইপিএস আধিকারিকের সঙ্গে কথা বলছেন অসম পুলিশের শীর্ষ কর্তারা ৷