কেন্দ্রীয় বাজেট প্রস্তাব ঘোষণার একদিনের মাথায় সোনার দাম ১০ গ্রাম পিছু প্রায় এক হাজার টাকা বেড়ে গেল! তার জেরে ফের নতুন রেকর্ড হল দামে। যেভাবে অল্পদিনের তফাতে লাফিয়ে সোনার দাম বাড়ছে, তা কোথায় গিয়ে পৌঁছবে, তার কিনারা করতে পারছেন না কেউ। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ৫৯ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হলে সোনার দাম দাঁড়ায় ৬১ হাজার ২৮৫ টাকা। একদিন আগে, অর্থাৎ বুধবারই জিএসটি বিহীন সোনার দাম ছিল ৫৮ হাজার ৫৫০ টাকা। পাশাপাশি ২২ ক্যারেট হলমার্কযুক্ত গয়না সোনার দর এদিন ছিল ৫৭ হাজার ৩০০ টাকা। একদিনের তফাতে তা ১০ গ্রাম পিছু ৯০০ টাকা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আবহ, করোনার মৃদু আশঙ্কা এবং মুদ্রাস্ফীতি সার্বিকভাবে সোনার দামকে এগিয়ে দিচ্ছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কমার কোনও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধু যে ভারতে সোনার দাম বাড়ছে না, আন্তর্জাতিক বাজারেও সোনার দর চড়া। এদিকে, ভারতে সোনার উপর যেভাবে করের বোঝা চাপানো রয়েছে, তা হলুদ ধাতুকে আরও মহার্ঘ করে তুলেছে। আমদানি শুল্ক, সেসসহ ১৫ শতাংশ কর দিতে হয় সোনায়। ক্রেতারা যখন গয়না, বার বা কয়েন হিসেবে তা কেনেন, তার উপর আরও ৩ শতাংশ জিএসটি চাপে। সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দু’টি মূল আর্জি রেখেছিলাম। এক, শুল্ক কমিয়ে দামে লাগাম পরানো হোক। দুই, সাধারণ মানুষ যাতে কিস্তিতে সোনা কিনতে পারেন, তার ব্যবস্থা করা হোক। তাতে দাম বাড়লেও, তা সাধারণ মানুষের গায়ে লাগবে না। কিন্তু এবারের বাজেটে আমাদের দাবিদাওয়াকে গুরুত্ব দেওয়া হয়নি। সমরবাবুর আশঙ্কা, যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে স্মাগলিং আরও বাড়বে।