বিনোদন

অভিনেতা অজয়ের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ

দিওয়ালির আগে বি-টাউন থেকে এল বড়সড় খবর। এবার পরিচালকের ভুমিকায় অবতীর্ণ হতে চলেছেন অজয় দেবগন। আর তিনি পরিচালনা করবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। ওই একই ছবিতে অভিনয়ও করবেন অজয়। ছবির নাম ‘মেডে’। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ অফিশিয়ালি খবরটি জানিয়েছেন। তরণ লিখেছেন, “বড় খবর, অজয় দেবগনের পরিচালনায় অমিতাভ বচ্চন। ‘মেডে’ নামক সেই হিউম্যান ড্রামা ছবিতে অজয়কে দেখা যাবে পাইলটের চরিত্রে।” ছবির পুরো কাস্ট এখনও নির্ধারিত হয়নি। আসন্ন ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে শুটিং।

https://www.instagram.com/p/CHR_vvqlS5l/?utm_source=ig_embed