আজ থেকে শুরু অমরনাথ যাত্রা ৷ বুধবার জম্মুর ভগবতী নগরে যাত্রার সূচনা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা ৷ সন্ধ্যায় যাত্রীরা কাশ্মীরে এসে পৌঁছন ৷ তাঁদের স্বাগত জানান স্থানীয়রা ৷ এরপর বৃহস্পতিবার ভোরে বেসক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে রওনা দেন ৫ হাজার ৮৯২ জন যাত্রী ৷ যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ ৩৮ দিনের এই যাত্রা শেষ হবে অগস্ট মাসের ৯ তারিখ ৷ পহেলগাওঁয়ের জঙ্গি হামলার পর ধাক্কা খেযেছে উপত্যকার পর্যটন ৷ নিরাপত্তার কারণে পর্যটনের ভরা মরশুমেও ভূস্বর্গের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বহু পর্যটক ৷ বিমান থেকে শুরু করে হোটেলের বুকিং বাতিল হয়েছে ৷ এপ্রিল থেকে শুরু করে মে এবং জুন মাসেও দেখা মেলেনি পর্যটকদের ৷ সারা বছর এই কয়েকটা মাসের দিকে তাকিয়ে থাকেন স্থানীয়রা ৷ সেদিক থেকে অমরনাথ যাত্রা ঘিরে কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে ৷ এবারের যাত্রা তাঁদের কাছে কার্যত ঘুরে দাঁড়াবার লড়াই ৷ তাঁরা আশা করছেন, অমরনাথ যাত্রায় বেশি সংখ্যক পুণ্যার্থী এলে তাঁদের দেখে উপত্যকায় আসার সাহস পাবেন পর্যটকরাও ৷ কাশ্মীরের অর্থনীতির অনেকটা জুড়ে রয়েছে পর্যটন ৷ সবমিলিয়ে এবারের যাত্রা স্থানীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷


