দেশ

লন্ডনে যাওয়ার পথে অমৃতসর বিমানবন্দরে আটক অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌর

লন্ডনে যাওয়ার পথে অমৃতসর বিমানবন্দরে আটক হলেন পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর ৷ বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দর থেকে কিরণদীপ কউরকে আটক করল পঞ্জাব পুলিশ । জানা গিয়েছে, তিনি বিমানে লন্ডন উড়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন। এখনও অধরা ‘ওয়ারিস পঞ্জাব দি’ সংগঠনের খালিস্তানি নেতা অমৃতপাল সিং। শোনা গিয়েছে, তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিরণদীপ কউর মদত দিচ্ছিলেন বলে অনুমান তদন্তাকারী আধিকারিকদের। যদিও পঞ্জাব পুলিশ জানিয়েছে, কিরণদীপ কউরকে এখনও আটক করা হয়নি। তাঁকে অভিবাসন দফতরের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লন্ডন বিমান ধরার জন্য তিনি অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছিলেন । বোর্ডিংয়ের আগেই তাঁকে আটকানো হয়। গত ১১ এপ্রিল অমৃতপালের মেন্টর হিসেবে পরিচিত পাপলপ্রীত সিংকে অমৃতসর থেকে গ্রেফতার করা হয়। চারদিনের ব্যবধানে ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠন প্রধানের আরও এক সহযোগী খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিং ঘনিষ্ঠ যোগা সিংকেও গ্রেফতার করা হয়। পঞ্জাব পুলিশের দাবি, পলাতক অমৃতপালকে উত্তর প্রদেশের পিলভিটে আত্মগোপনের ব্যবস্থা করে দিয়েছিলেন এই যোগা সিং।