জেলা

ফের হাতির হামলায় মৃত্যু হল এক কিশোরের

জলপাইগুড়ি: ফের হাতির হামলায় মৃত্যু হল এক কিশোরের। ফসলের ক্ষতি, ঘর ভাঙ্গা, মানুষের ওপর আক্রমণ এ প্রায় নিত্য দিনের ঘটনা। এদিন সোমবার ভোরবেলা হাতির আক্রমণে মৃতের নাম নসিব মুন্ডা (১২)। বাড়ি মাল ব্লকের সাইলি চা বাগানের নিদিম ডিভিশনে। মৃতের কাকা সন্তোষ মুন্ডা জানান, ভাইপো খেলাধুলা করত। সকালে উঠে দৌড়াদৌড়ি করত। এদিনও সেইভাবে সকাল উঠে চা-বাগানের অফিস সংলগ্ন মাঠে দৌড়াদৌড়ি করছিল। আচমকা এক দাঁতাল সেখানে চলে আসে। ও দৌড়ে পালাতে পারেনি। হাতি ওকে শুড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারে। চিৎকার শুনে আমরা ছুটে আসি। ততক্ষণে হাতিটি বনের দিকে যাওয়া শুরু করেছে। খবর পেয়ে বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।