জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার পর এবার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের হরিদ্বারে চাঁদনি চকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি বাস। বিপজ্জনকভাবে বাসটি উলটে গেলে, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এবং রাজ্য়ের বিপর্যয় মোকাবিলাকারী দল সেখানে হাজির হয়। আপাতত যাত্রীদের উদ্ধারের কাজ চলছে বলে খবর।
ইস্তফা দিলেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, “আপনি জানেন, আমি এই ভূমিকা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ তাই আপনার মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারব না ৷ ভবিষ্যতে আমি কী করব, তা নিয়ে আমায় পরিকল্পনা করতে […]
কাবেরী জলবণ্টন ঘিরে বিতর্ক তুঙ্গে দুই রাজ্যে। দীর্ঘদিন ধরে কাবেরীর জল ঘিরে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিবাদ চলছেই। এর মধ্যে গত কয়েকদিন ধরেই প্রতিবাদে সামিল হয়েছে কৃষক সংগঠনগুলো। মঙ্গলবার তিরুচিরাপল্লীতে তামিলনাড়ুর একদল কৃষক কর্ণাটক সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। প্রতিশ্রুতি মতো শীঘ্রই কর্ণাটক থেকে রাজ্যে কাবেরীর জল ছাড়ার দাবি জানিয়েছেন তাঁরা। কর্ণাটক ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে […]