ক্রাইম

মধ্যপ্রদেশে বৃদ্ধ বাবা-মাকে জোর করে প্রস্রাব খাওয়াল সেনা জওয়ান

মধ্যপ্রদেশের ভোপালে বাবা-মাকে জোর করে প্রস্রাব খাওয়াল সেনা জওয়ান। জানা গিয়েছে, ছেলের হাতে নিগৃহীত হয়েছেন বৃদ্ধ মা-বাবা। গুণধর এই সেনা জওয়ানের নাম প্রভু সূর্যবংশী। তাঁর বাবা বছরপঁচাত্তরের মলুকচাঁদ সূর্যবংশী, মা মঙ্গলি বাই। অভিযোগ, বয়স্ক বাবা-মাকে প্রস্রাব খেতে বাধ্য করেন প্রভু, পাশাপাশি চলে তাঁদের মারধর করাও। আহত অবস্থায় বাবা-মাকে হাসপাতালেও ভর্তি করাতে হয়। পুলিশের অভিযোগও জানানো হয়েছে। গত ১০ ডিসেম্বরে প্রভু ছুটিতে বাড়ি আসেন। দিনটি ছিল রবিবার। অভিযোগ, ওই দিনই রাতে মদ্যপ অবস্থায় তিনি বাবা-মায়ের উপর অত্যাচার শুরু করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রভু সূর্যবংশীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ২৯৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। জানানো হয়েছে, অভিযুক্তের অভিযোগ প্রমাণিত হলে তাঁর কঠিন শাস্তি হতে পারে। কিন্তু ঠিক কী কারণে ওই জওয়ান বাবা মায়ের সঙ্গে এমন ব্যবহার করলেন, সেটা জানা যায়নি।