দেশ

অসম-মেঘালয় সীমান্তে বিবাদের জেরে নতুন করে সংঘর্ষে মৃত ১

নতুন করে উত্তেজনা অসমমেঘালয় সীমান্তে। ধান কাটার অধিকার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বৈথলাংশো সীমান্তের কাছে । সূত্রে খবরএই ঘটনায় মৃত্যু হয়েছে অরিভেল তিমুং (৪৫) –এর। তাঁর বাড়ি অসমের থাপাট এলাকায়। সংঘর্ষের সময় আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ধান কাটছিলেন মেঘালয়ের বাসিন্দারা। তাদের থামানোর চেষ্টা করেন অসমের বাসিন্দারা। এই নিয়েই শুরু হয় সংঘর্ষ। পুলিশের এক আধিকারিক জানান, খবর পাওয়ার পরেই তাঁরা সেখানে যান। তার আগেই এই সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ দিন ধরেই অসম এবং মেঘালয়ের সীমানা নিয়ে বিবাদ চলছে। ২০২২ সালে, ১২ টি জায়গা নিয়ে চলা বিবাদ মেটানোর উদ্যোগ নেওয়া হয়। এখনও পর্যন্ত ৬টি এলাকার বিবাদ মেটানো হয়েছে। বৃহস্পতিবারের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এবং অসমের পশ্চিম কার্বি আলং জেলার সীমান্তে। এখনও পর্যন্ত যে ৬টি এলাকা নিয়ে কোনও সমাধান হয়নি তার মধ্যেই পড়ে এই অঞ্চল। পুলিশের এক আধিকারিক জানান, ঘটনাস্থলটি মেঘালয়ের এক্তিয়ার ভুক্ত। সেই কারণে মেঘালয়ের নারটিয়াং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকায় এখন সব ধরনের কৃষিকাজ এবং ফসল কাটার কাজও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এবং পশ্চিম কার্বি আলং জেলার আধিকারিকরা জানান, ওই এলাকায় উত্তেজনায় আছে। সেখানে যাতে নতুন করে সংঘর্ষের ঘটনা না ঘটে তাই অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।