জেলা

‘বাংলায় লুকিয়ে ছিল, ২ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছি’, বাংলার সুরক্ষা প্রশ্নে দিনহাটায় তোপ মমতার

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনহাটায় ভোটপ্রচারে গিয়ে এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ আসার আগে শুনলাম, ওদের একটা ছেলে আছে,বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়ে ছিল। ২ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছি। বলে নাকি বাংলা সেফ নয়,বলছি তোর দিল্লি সেফ।’ এদিন নাম না করেই ফের একবার বাংলার বিজেপি নেতাদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। ঘটনায় মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু’জন বলে দাবি এনআইএ-র।