খেলা

 ভারতকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হলো ভারত। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের ফয়সালা হতে লাগত ৩৭ ওভার। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ২৬ ওভারে ভারত ১১৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শ অর্ধশতরান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে এদিন অসহায় আত্মসমর্পণ করে ভারত। রোহিত শর্মা ১৩, বিরাট কোহলি ৩১, লোকেশ রাহুল ৯, হার্দিক পাণ্ডিয়া ১, রবীন্দ্র জাদেজা ১৬, কুলদীপ যাদব ৪ রানে আউট হন। শূন্য রানে আউট হন শুভমান গিল, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ২৯ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। মিচেল স্টার্ক ৫৩ রানে ৫ উইকেট নিলেন, কোনও ওডিআইয়ে এই নিয়ে পঞ্চমবার পাঁচ উইকেট দখল করলেন তিনি। শন অ্যাবট তিনটি ও নাথান এলিস ২টি উইকেট নেন। খেলতে নেমে ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে সিরিজ এখন ১-১। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচটি বুধবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। মিচেল মার্শ ২৮ বলে এবং ট্রাভিস হেড ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ৬টি করে চার ও ছয় মেরে ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন মার্শ। ১০টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হেড। মহম্মদ শামি ৩ ওভারে ২৯, মহম্মদ সিরাজ ৩ ওভারে ৩৭, অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫, হার্দিক পাণ্ডিয়া ১ ওভারে ১৮ ও কুলদীপ যাদব ১ ওভারে ১২ রান দেন। ভারত এদিন ম্যাচ হারল ২৩৪ বল বাকি থাকতে। সবচেয়ে বেশি ওভার বাকি থাকতে একদিনের আন্তর্জাতিকে এটিই ভারতের সবচেয়ে খারাপ পরাজয়। পরাজয়ের জন্য ব্যাটিংয়ের দিকেই আঙুল তুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।