খেলা

ফুটবলারদের নিজে হাতে সংবর্ধনার পাশাপাশি মোহনবাগান ক্লাবকে ৫০ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে এই প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান । ভারতসেরা দলকে সোমবার সংবর্ধনা দিতে ক্লাব তাঁবুতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগানকে তাতাতে ফাইনালের রাতে গোয়াতেও ছিলেন অরূপ। এদিন সবুজ-মেরুন তাঁবুতে ছিল একেবারে সাজো সাজো রব। আর মুখ্যমন্ত্রীর পেপ-টকে মোহনবাগান আগামীর অক্সিজেন পেয়ে গেল। প্রীতম কোটালদের উড়ানে আরও জ্বালানি ভরে দিলেন মমতা। তিনি জানিয়ে দিলেন যে, ক্লাবের উন্নয়নের জন্য রাজ্য সরকার মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা দেবে। এদিন মমতা নিজে হাতে ফুটবলারদের হাতে মিষ্টির হাঁড়ি ও স্মারক তুলে দিয়ে, পরিয়ে দেন উত্তরীয়। এদিন সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব প্লেয়ার অসাধারণ, সবাই গ্রেট। তোমাদের নাম ইতিহাসে থাকবে। আমাদের শুভেচ্ছা। তোমরা আমাদের গর্ব। সবার বুক ভরা স্বপ্ন। আজ মোহনবাগান জিতছে ঠিকই। ইস্টবেঙ্গল পারছে না। ইস্টবেঙ্গল অনেক দেরিতে শুরু করেছে, টিমটাও ভালো করে করতে পারেনি। ওদের আর্থিক সমস্যা ছিল। মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার তো আর টাকার অভাব নেই।’