জেলা

করোনা ভ্যাকসিন নেওয়ার পরই গুরুতর অসুস্থ, চুঁচুড়ায় একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু!

যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি, টিকা নিয়ে মৃত্যুর ঘটনাটি ঠিক নয়

টিকা নিয়ে অসুস্থ হয়ে মৃত্যু একাদশ শ্রেণির ৷ পরিবারের এমন দাবি ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায় ৷ মৃতার পরিবারের অভিযোগ, চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী অনুষ্কা দে (১৮) গত ৯ জানুয়ারি স্কুল থেকে কোভিডের টিকা নেয় ৷ কিন্তু টিকা নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। জ্বর আসায় চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খায়। কিন্তু উপশম হয়নি ৷ শরীর দুর্বল হয়ে মাথা ব্যাথা শুরু হলে রবিবার সন্ধেয় অঙ্কিতাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে মৃত্যু হয়। পরিবারের দাবি করোনা টিকাই নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে মেয়ের। টিকার ঘোর বিরোধী ছাত্রীর বাবা সুব্রত দে বলেন, “আমাদের পরিবারের কেউই টিকা নেয়নি। মেয়ের মৃত্যু হয়েছে টিকা নেওয়ার কারণেই।” তাঁর দাবি, মেয়ের অন্য কোন শারীরিক অসুস্থতা ছিল না। টিকা নিতেই অসুস্থ হয়ে পড়ে সে। মেয়ের মৃত্যুর কারণ হিসেবে সেই টিকা গ্রহণকে দায়ী করা হলেও স্বাস্থ্য দফতরে কোনও অভিযোগ এখনও জানায়নি মৃতা অনুষ্কার পরিবার। যদিও এব্যাপারে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃতার পরিবারের দাবি খারিজ করেছেন ৷ এপ্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাফাই দিয়ে বলেন, “ওইদিন স্কুলে অন্য যারা টিকা নিয়েছিল তারা সকলেই সুস্থ আছে। রক্তে অন্য কোনও সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। টিকা নিয়ে মৃত্যুর ঘটনাটি ঠিক নয়।”  উল্লেখ্য, এর আগেও অভিযোগ ওঠে স্কুলে ভ্যাকসিন নেওয়ার সপ্তাহ খানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকায়। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম ইউসুফ মুন্সি। ইউসুফ সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। বাড়ি সমুদ্রগড় পঞ্চায়েতের বনপুকুরে। জানুয়ারি মাসের ৬ তারিখ স্কুল থেকেই সে ভ্যাকসিন নেয়। তারপর থেকেই সে অসুস্থতা বোধ করে। পেটে ব্যথা আর শরীর দুর্বল লাগার কারণে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে বাড়িতে অবস্থার অবনতি হলে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃত ছাত্রের আত্মীয় নাসারুল সেখ দাবি করেন, ভ্যাকসিন নেওয়ার পরই ইউসুফ অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। মৃতের পরিবারের লোকজনের দাবি, ভ্যাকসিন না নিলে এমন হত না।

পূর্ব বর্ধমানের কালনার মৃত দশম শ্রেণির ছাত্র ইউসুফ মুন্সি