বাঁকুড়ার ছাতনায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গতকাল, বৃহস্পতিবার রাতে ছাতনায় একটি লরি রাস্তার ধারের থাকে দোকানে ঢুকে পড়ে। সেই লরির ধাক্কায় দোকানে থাকা এক ক্রেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ওই দোকানের মালিক। এই দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।