কলকাতার গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল বাপি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী ও তাঁর মা বাঁশরী লাহিড়ীর অস্থি। পরিবারের সেই প্রথা মেনেই বৃহস্পতিবার সকালে প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী বাপি লাহিড়ীর অস্থিও বিসর্জন দেওয়া হল কলকাতার আউট্রাম ঘাটে। এদিন সকালে প্রয়াত বাপি লাহিড়ীর অস্থি মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন তাঁর স্ত্রী, পুত্র বাপ্পা লাহিড়ী ও পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর কলকাতা বিমানবন্দর থেকে মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে অস্থি নিয়ে যাওয়া হয় আউট্রাম ঘাটে। মুম্বইয়ে শেষকৃত্য হলেও বৃহস্পতিবার কলকাতার আউট্রাম ঘাটে প্রয়াত শিল্পীর পারলৌকিক ক্রিয়াকর্ম সারেন ছেলে বাপ্পা লাহিড়ি। এরপরে একটি বোটে করে অস্থি নিয়ে যাওয়া হয় মাঝগঙ্গায়।