জেলা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে তৃণমূলের ৩ বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে উপনির্বাচন হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। প্রথম থেকেই এই নির্বাচনে সম্ভাব্য জয়ী হিসাবে তুলে ধরা হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন অর্থাৎ ২ মার্চ সকাল থেকে যখন সেই সাগরদিঘীর বুকেই উপনির্বাচনে প্রদত্ত ভোটের গণনা শুরু হয় তখন থেকেই কিন্তু কার্যত ‘অশনি সঙ্কেত’ নেমে এসেছিল জোড়াফুল শিবিরে। প্রথম রাউন্ডের গণনায় বাম-কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস এগিয়ে যান ৫১৫ ভোটে। এরপর সময় যতই এগিয়েছে একের পর এক রাউন্ডের গণনায় ততই এগিয়ে চলেছেন বায়রণ। এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১৬টি রাউন্ড গণনা হওয়ার কথা। দশম রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে বায়রণ তাঁর নিকটতম প্রার্থী তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। কার্যত জয়ের দোরগড়ায় তিনি। বাম-কংগ্রেস জোট কর্মী ও নেতাদের দাবি, বায়রণের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।