জেলা

গাড়ি দুর্ঘটনায় বিডিওর মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বিডিও ছোগেল মোক্তান তামাংয়ের মৃত্যুর ঘটনার শোকের ছায়া নেমে এসেছে তপনে। জেলা প্রশাসনিক মহলেও শোকের ছায়া। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। বিডিওর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘তপনের বিডিও ছোগেল মুক্তান তামাংয়ের মৃত্যুতে আমি শোকাহত। পরিজন ও সহকর্মীদের সমবেদনা জানাই। ডিউটি করতে গিয়ে আমাদের নিরাপদে রাখতে অনেকেই তাঁদের জীবন বাজি রাখেন। স্যালুট।’ উল্লেখ্য গতকাল করোনা ভাইরাস মোকাবিলায় মালদহ জেলা সীমান্তের আমতলিঘাটে এদিন নাকা চেকিং পরিদর্শনে গিয়েছিলেন বিডিও। সেখান থেকে দুপুরে ফিরছিলেন। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মেরে জমিতে উল্টে যায়। গাড়ির চালককে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দা ও দপ্তরের আধিকারিকরা বিডিওকে উদ্ধার করে তপন ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিডিও ও তাঁর চালককে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলের দিকে বিডিওর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।