কলকাতা

রাজ্য সরকারকে সাহায্য করতে কুড়ুল হাতে রাস্তায় দিলীপ

সল্টলেকের বিভিন্ন এলাকায় ভেঙে পড়া গাছ পরিষ্কারে হাত লাগালেন দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘রাজ্য সরকারকে সাহায্য করার জন্য কর্মীদের নিয়ে গাছ কাটতে বেরিয়েছি।’ ঘূর্ণিঝড় উমফানের পরে চার দিন কেটে গেলেও সল্টলেকের বিভিন্ন ব্লকে রাস্তার মধ্যে গাছ পড়ে আছে। বন্ধ হয়ে আছে গাড়ি চলাচল। সোমবার সাতসকালে সেই সব গাছ সরানোর কাজে বেরিয়ে পড়েন দিলীপ ঘোষ। সল্টলেকের সিকে, একে, এজে, এসি ব্লকে রাস্তায় যেখানেই গাছ পড়ে থাকতে দেখেছেন তা পরিষ্কার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোথাও নিজে হাতে কুড়ুল নিয়ে গাছ কাটলেন। কোথাও রাস্তায় পড়ে থাকা গাছের গুঁড়ি সরিয়ে দিলেন। তবে একা নয়, রাস্তা পরিষ্কারের জন্য স্থানীয় বিজেপি কর্মীদের ডেকে নেন তিনি। দিলীপ ঘোষের দেহরক্ষীরাও রাস্তায় পড়ে থাকা গাছ সরানোয় হাত লাগান।