জেলা

আগামী ২৬ মার্চ হাওড়া-বর্ধমান শাখায় একাধিক ট্রেন বাতিল

ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া শাখায়। রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে। পূর্বে জানানো হয়েছিল ১৬ তারিখ রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্যে হাওড়া-বর্ধমান শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। কিন্তু সেই তারিখ পরিবর্তন হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ ১৬ মার্চের বদলে ২৬ মার্চ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত বদলের ঘোষণা করেছেন রেল কর্তৃপক্ষ। ফলে ১৬ মার্চ স্বাভাবিক ভাবেই ট্রেন চলবে। বদলে ২৬ মার্চ বাতিল থাকবে বহু ট্রেন।