কলকাতা

ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্য এগোচ্ছে, ফের আসছে টাটা গোষ্ঠী, হবে বিপুল কর্মসংস্থান

 বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর শিল্পক্ষেত্রে ৪১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্য এগোচ্ছে, পরিসংখ্যান দিয়ে সেই অগ্রগতির কথা জানালেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই আগামীদিনে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা বলেন মুখ্যমন্ত্রী। শিল্পের প্রতি মনোযোগী পশ্চিমবঙ্গ । তার সপক্ষে মেট্রো কোচ নির্মাণ শিল্প, ওয়াগন শিল্প এবং খড়্গপুরে টাটা-হিটাচির কারখানার কথা বলেন মমতা। প্রসঙ্গত, নন্দীগ্রামে টাটার গাড়ি কারখানা হওয়ার বিরুদ্ধে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলা থেকে ন্যানো গাড়ির প্রকল্প অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল টাটা গ্রুপ। সেই টাটাই আবার রাজ্যে ফিরতে চলেছে।