কলকাতা

আরও নামল তাপমাত্রার পারদ

শীতপ্রেমীদের জন্য সুখবর! আরও কমল তাপমাত্রার পারদ। রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ।  আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। চলতি মরসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। জেলায় ঠান্ডা আরও বেশি। আপাতত ২-৩ দিন এই ঠান্ডা আমেজই থাকবে বলেই জানা গিয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আগামী দুই থেকে তিন দিন সেটাও খুব সিগনিফিকেন্স কিছু নয়। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা নেমেছে তার আর কোন চেঞ্জ নেই । আগামী পাঁচ দিন এই আবহাওয়া তাপমাত্রা এর কাছাকাছি থাকবে ।দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও অনেকে জেলাতে ইতিমধ্যে তাপমাত্রা নেমে গেছে এবং আগামী পাঁচ দিনের এই তাপমাত্রাটা আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা থাকে সেটা থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমতে চলছে ।এটাই এখন চলবে । নতুন করে এই মুহূর্তে আর বড় পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। বর্ষা যেমন একসাথে আমাদের গোটা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে একসঙ্গে প্রবেশ করে, শীতের ক্ষেত্রে কিন্তু সেইরকম প্রবেশ আমাদের রাজ্যে হয় না। কারণ এক একটা জেলাতে এক এক সময় ঠান্ডা পড়ে। ঠান্ডা বলতে কিন্তু কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রি বা তার নিচে যদি ২-৩ দিন তাপমাত্রা থাকে তখনই আমরা ভাববো ঠান্ডা এসেছে । মোটামুটি কলকাতার ক্ষেত্রে ডিসেম্বর ১৫ থেকে জানুয়ারির ১৫ বা জানুয়ারির শেষ পর্যন্ত ঠান্ডা থাকে । সেই হিসেবে এখনো কলকাতা শীত পড়েনি । ফলে কলকাতা শহরে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনো বেশ কিছুটা বিলম্ব তা এদিন স্পষ্ট জানিয়ে দেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।