কলকাতা

আরও নামল তাপমাত্রার পারদ

আরও নামল তাপমাত্রার পারদ। গত ২দিন নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা, বৃষ্টির (Rain) সম্ভাবনা প্রায় নেই। রবিবার থেকে ফিরবে শীতের আমেজ।উত্তরবঙ্গে গতকালও বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। শনিবারও দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢেকেছে ঘুম, টাইগর হিল, লাভা, লোলেগাও ও রিশপ।