জেলা

হাওড়া ময়দানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ভাটপাড়ার বিজেপি কর্মী

যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়া ময়দানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও হওয়া বিজেপি কর্মীর পরিচয় প্রকাশ করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও হওয়া বিজেপি কর্মীর নাম বলবিন্দর সিং। তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়ার বাসিন্দা।’পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি কর্মী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন, কেনই বা তিনি মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ আধিকারিকরা মনে করছেন, ‘মিছিলে গুলি চালিয়ে সেই অনভিপ্রেত ঘটনার দায় পুলিশের উপরে চাপানোর বড় ধরনের ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিলেন ভাটপাড়ার ওই বিজেপি কর্মী।’ নবান্ন অভিযানের মতো রাজনৈতিক আন্দোলনে দলীয় এক কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছেন বঙ্গ বিজেপি নেতারা। তাই এ বিষয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে পদ্ম শিবিরের বাকি নেতারা।