দেশ

গুজরাতের নয়া মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন ভূপেন্দ্র প্যাটেল, আগামীকালই শপথ

গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেল। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকালই তিনি শপথ নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান সি আর পাতিল। এর পর থেকেই চর্চায় উঠে এসেছে গুজরাতের হবু মুখ্যমন্ত্রী। জেনে নেওয়া যাক কে এই ভূপেন্দ্র পটেল। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পটেলের বিশ্বস্ত রাজনীতিক এই ভূপেন্দ্র পটেল। ঘাটলোদিয়া আসন থেকে ২০১৭ সালে ভোটে দাঁড়িয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। কংগ্রেস প্রার্থী শশীকান্ত পটেলকে ১ লক্ষর বেশি ভোটে হারিয়েছিলেন তিনি। অতীতে আমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন ভূপেন্দ্র পটেল। এছাড়া আমেদাবাদ পুর নিগমের স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন তিনি। আমেদাবাদ সরকারি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তাঁর। ২০১৭-র ভোটে দাঁড়ানোর সময় সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা বেশি বলে কমিশনকে জানিয়েছিলেন তিনি।