কলকাতা

মুকুলকে খুঁজে আনতে দিল্লি গেল বিধাননগর পুলিশ

মুকুলকে খুঁজতে দিল্লি গেল বিধাননগর পুলিশের বিশেষ দল৷ এর পাশাপাশি মুকুল রায় ঘনিষ্ঠ সল্টলেকের বিজেপি নেতা পীযূষ কোনোডিয়াকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ গতকাল রাতেই হঠাৎ কলকাতা থেকে বিমানে দিল্লি যান মুকুল রায়৷ মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের অভিযোগ, তাঁর বাবার মানসিক অবস্থা ঠিক নেই৷ এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে মুকুলকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ শুভ্রাংশুর৷ গতকাল রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিল বিধাননগর পুলিশ৷ দিল্লি যাওয়ার সময় গাড়ির চালক রাজু এবং দেখাশোনার দায়িত্বে থাকা ভগীরথ মাহাতো মুকুল রায়ের সঙ্গে ছিলেন৷ অভিযোগপত্রে ওই দু জনের নামও উল্লেখ করেছেন শুভ্রাংশু৷ তাঁর অভিযোগ, মুকুল যেহেতু মানসিক ভাবে স্থিতিশীল নন, তাই পরিবারের অনুমতি ছাড়া তাঁকে কোথাও নিয়ে যাওয়া অনৈতিক৷ মুকুল কী করে দিল্লি যাওয়ার বিমানের টিকিট কাটার টাকা পেলেন, সেই প্রশ্নও তুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়৷ গতকাল সন্ধ্যে থেকেই মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা ছড়িয়ে পড়ে৷ গতকাল বিকেলে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে বিমান ধরে দিল্লি রওনা দেন মুকুল৷ মুকুল রায় বিমানে উঠে যাওয়ার পর কলকাতা বিমানবন্দরে পৌঁছন পুত্র শুভ্রাংশু৷ মুকুলকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি৷ যদিও ততক্ষণে মুকুলের বিমান উড়ে যাওয়ায় তাঁকে নামানো সম্ভব হয়নি৷ রাত পৌনে দশটা নাগাদ দিল্লি পৌঁছন মুকুল৷ সেখানে পৌঁছেও অবশ্য বিমাবন্দরে অসংলগ্ন কথা বলতে শোনা যায় প্রবীণ এই নেতাকে৷ মুকুল দাবি করেন, তিনি দিল্লির বিধায়ক এবং সাংসদ৷ তাই রাজধানীতে গিয়েছেন তিনি৷