দেরাদুনের পরে এবার চামোলিতে দুর্যোগ। প্রকৃতির রোষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের ৷ এবছরের বর্ষার মরশুমে পাহাড়ি এই রাজ্যে বারবার নেমেছে বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে একের পর এক জেলা। বুধবার রাতে উত্তরাখণ্ডের চামোলির তহসিলঘাট নন্দনগরে ফের মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে। হু হু করে জল বইতে থাকে। হড়পা বানে একাধিক বাড়ি ভেসে গিয়েছে। নিখোঁজ অন্তত 10 জন ৷ জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, নন্দনগরের কুন্ত্রিতে মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ এখনও স্পষ্ট নয়। এসডিআরএফ, পুলিশ এবং প্রশাসনের দল ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থলে জেসিবি মেশিন পাঠানো হয়েছে। চামোলি জেলায় আবহাওয়া বিভাগের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ নন্দনগর থানা এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তাঁরা অপারক ৷


