জেলা

‘চরিত্রহীন’, ‘বহিরাগত’ প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কর্মীদের বিক্ষোভ কালিয়াগঞ্জে

 প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি প্রার্থীকে কালিয়াগঞ্জে প্রচারে যেতে বাধা, গাড়ি ভাঙচুর বিজেপি কর্মী-সমর্থকদের । দলীয় কর্মীদের হাতেই শারীরিক হেনস্থা হতে হল বিজেপির জেলা কো-কনভেনরকে। দলীয় কর্মীদের হাতেই মারধর খেতে হল বিজেপি জেলা নেতৃত্বকে । এমনই অভিযোগ উঠেছে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, একজন চরিত্রহীন বহিরাগত ব্যক্তিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রার্থী করেছে। ফলে এলাকার মহিলারা সুরক্ষিত থাকবে না। কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায় প্রচারে আসলে তাকে জুতো ঝাঁটাপেটা করা হবে “। এই বক্তব্যে তোলপাড় কালিয়াগঞ্জ।  বিধানসভার বিজেপি মহিলা মোর্চার নেত্রী থেকে বিজেপি সাধারণ কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন। বিজেপি প্রার্থী সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার কোনও বিজেপি কর্মী মানবেন না। বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে উত্তাল হয় কালিয়াগঞ্জের বিজেপির যুব মোর্চা থেকে মহিলা মোর্চা ও  বিজেপির কর্মী সমর্থকেরা। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিকে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের দাবি, চরিত্রহীন প্রার্থীকে নিয়ে সুরক্ষিত নন ৷ ঝাঁটা জুতা নিয়ে স্বাগত জানানো হবে ৷ মহিলা আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘সৌমেন রায়কে আমরা মানছি না । কারণ সে চরিত্রহীন ৷ মেয়েরা কেউ নিজেদের সুরক্ষিত মনে করছে না । তাই আমরা এই প্রার্থীকে কোনও ভাবেই মেনে নিচ্ছি না । প্রার্থী এলাকায় ঢুকলে ঝাঁটা জুতো দিয়ে স্বাগত করা হবে ।’’ অন্যদিকে বুধবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি নেতৃত্ব । আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানুষের গণতন্ত্র যখন হারিয়ে যায়, তখন মানুষ পথে নামতে বাধ্য হয় ৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দিয়েছে, তা কোনও ভাবেই মানা হবে না । কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক বলে দাবি জানান আন্দোলনকারীরা  প্রার্থী বদলের দাবিতে শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক আন্দোলনে নামে এদিন। বিজেপি কর্মীদের দাবি এই প্রার্থীকে বদল না করা হলে লাগাতার এই বিক্ষোভ আন্দোলন চলতেই থাকবে।