জেলা

অবৈধভাবে এদেশে প্রবেশ করানো এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হাড়োয়ার বিজেপি নেতা

বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে প্রবেশ করানো এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজেন্দ্র সাহা নামের ওই বিজেপি নেতার বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুর এলাকায়। শনিবার তাঁকে বনগাঁর গোপালনগর থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ কারবারে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রে জানা গেছে, দিন পাঁচেক আগে গোপালনগর থানা এলাকায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। সে চোরাপথে ভারতে প্রবেশ করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বসিরহাট মহকুমার বিজেপি নেতা রাজেন্দ্র সাহা তাকে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে এনে আশ্রয় দিয়েছিলেন। সেই সূত্রেই এদিন রাজেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতীকী ছবি।