কলকাতা: করোনা আবহে সর্বস্তরের সিপিএমের সম্মেলন পিছানোর ইঙ্গিত মিলল কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৈঠকের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন বলে খবর। গোটা দেশে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম কেন্দ্রীয় কমিটি।আগামী দিনে দল কোন পথে চলবে তার দিকনির্দেশের জন্য শনিবার থেকে কলকাতা মুজফ্ফর আহমেদ ভবনে শুরু হয় কেন্দ্রীয় কমিটির বৈঠক। শনিবার ও রবিবার বৈঠক সিপিএম-এর এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ অন্যান্যরা। এই মুহুর্তে দেশে সিপিএমের পার্টি সদস্য ১০ লক্ষ। সমস্ত স্তরে সম্মেলন করতে গেলে প্রায় ২৫০০ হাজার সম্মেলন হবে এরিয়া থেকে কেন্দ্রীয় কমিটি স্তর পর্যন্ত। করোনা আবহে একেবারেই সম্ভব নয় তা, সেটাই মনে করছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলন নিয়ে আলোচনা হয়। ৯ অগাস্টের গণসংগঠনগুলির কর্মসূচিকে সমর্থন,পাশাপাশি সিপিএম এককভাবেও কিছু সর্বভারতীয় কর্মসূচি নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বামদলের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া হবে পরবর্তী কর্মসূচি।