কলকাতা

ডেঙ্গু নিয়ে বিজেপির প্রতিবাদে উত্তাল সেন্ট্রাল অ্যাভিনিউ, আটক অগ্নিমিত্রা সহ একাধিক নেতা-কর্মী

কলকাতায় ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ । তারই প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা । ডেঙ্গু নির্মূল করতে যথাযথ কাজ করছে না কলকাতা পুরসভা, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পথে নেমে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপি যুব-মোর্চার কর্মী, সমর্থকরা। গেরুয়াশিবিরের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভিনিউ ।  রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলিধর সেন লেনের কার্যালয় থেকে পুরসভা পর্যন্ত মিছিলে শামিল হন অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত-সহ বহু নেতা,কর্মী। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পুরসভার দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। গায়ের জোরে ব্যারিকেড, গার্ডরেল সরিয়ে দিতে সক্ষম হন গেরুয়া ব্রিগেডের যুব কর্মীরা। রাস্তায় বসেই ধরনা শুরু করেন অগ্নিমিত্রা পল , সজল ঘোষরা। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সঙ্গে সঙ্গে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।