কলকাতা

বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরানো হল দিলীপ ঘনিষ্ঠ তনুজা চক্রবর্তীকে

রাজ্য বিজেপির মহিলা সংগঠনে রদবদল ঘটানো হলো। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর পথ থেকে সরানো হলো তনুজা চক্রবর্তীকে। ওই পদে আনা হলো ফাল্গুনী পাত্রকে। সূত্রের খবর অনুযায়ী, তনুজা চক্রবর্তী দিলীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন। এদিন রাজ্য বিজেপির পক্ষ থেকে সভাপতি সুকান্ত মজুমদার এই রদবদল ঘটান। রাজ্য বিজেপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় গেরুয়া শিবিরের মহিলা মোর্চার ব্যাটন তুলে দেওয়া হচ্ছে নৈহাটি বাসিন্দা ফাল্গুনী পাত্রের হাতে।মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ১৯৯৬ সাল থেকে একনিষ্ঠ বিজেপি কর্মী। ২০০৩ সালে জনগণের ভোটে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। তারপর অঞ্চল ও জেলার বিভিন্ন দায়িত্ব পান। পরবর্তীতে ব্যারাকপুর জেলার সভানেত্রী হন। তার নেতৃত্বে বিজেপি ব্যারাকপুর লোকসভা জেতে। তারপর রাজ্য সম্পাদিকার দায়িত্ব সামলানোর পাশাপাশি নবদ্বীপ জোনের ইনচার্জ ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলা মোর্চার সভানেত্রী পদে সংগঠনের এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।  সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন। গোষ্ঠীকোন্দল ভুলে বঙ্গ বিজেপির সবস্তর ও শাখা সংগঠনগুলিকে একযোগে লড়াই করার কথা বলেছিলেন। তারপুরই মহিলা মোর্চার আক্রমণের ঝাঁঝ বাড়তে তনুজার বদলে ফাল্গুনীকেই সংগঠনের নেতৃত্বের ভার তুলে দেওয়া হল।

https://twitter.com/BJP4Bengal/status/1653770405272862720