সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-কে অসমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছে বিজেপি। নতুন বিতর্ক উস্কে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তরুণ গগৈ। অসমের ইংরেজি দৈনিক দ্য সেন্টিনেলের একটি প্রতিবেদনে তরুণ গগৈ বলছেন, ‘সূত্র মারফত আমি জানতে পেরেছি, অসমে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে বিজেপি। সেই তালিকায় শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম রয়েছে! তাঁকে সামনে রেখেন আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে বিজেপি।’ তাঁর দাবি, অযোধ্যায় বিতর্কিত জমি মামলায় রঞ্জন গগৈ-এর রায়ে ভীষণ খুশি বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যসভার সাংসদ পদ প্রত্যাখ্যান করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি রাজনীতিতে ঢুকতে চাইছেন। এখন যদি তিনি অসমের মুখ্যমন্ত্রী হন, তাতে আশ্চর্য হব না!’ যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দাবি কার্যত খারিজ করে দিয়েছে বিজেপি।