বিদেশ

ভোটের একদিন আগেই জোড়া বিস্ফোরণ পাকিস্তানের বালুচিস্তানে, মৃত ২৮, জখম ৪০

বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। আর তার ঠিক একদিন আগে জোড়া বিস্ফোরণ বালুচিস্তানে। ঘটনায় নিহত ২৮ জনেরও বেশি বলে জানা গেছে। সূত্রে খবর, বালুচিস্তানের পিশিন জেলায় এক নির্দল প্রার্থীর দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পিশিনের এক আসনে লড়ছেন নির্দল প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকর। পরপর দুবার হামলা চালানো হয়। তবে সেই সময় ওই নির্দল প্রার্থী উপস্থিত ছিলেন না তাঁর দফতরে। জানা গেছে, প্রথম হামলাতে ১৫ জনের মৃত্যু হয়। জখম হন ৩০ জনেরও বেশি। তার কিছু সময়ের মধ্যেই দ্বিতীয় হামলাটি হয়। তাতে ১২ জনের মৃত্যু হয়েছে। পুরো ঘটনায় জখম হয়েছে প্রায় ৪০ জন। এই ঘটনার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার পর বালুচিস্তানের মুখ্যসচিব এবং পুলিশের ইনস্পেক্টর জেনারেলের কাছ থেকে রিপোর্ট তলব করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।