কলকাতা

সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ, মৃত ১, আহত ১

সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ। এক শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাগর। আহত এক শ্রমিক। তাঁর নাম শঙ্কর বলে জানা গেছে। তেলের ট্যাঙ্কার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনার খবর পেতেই হাজির হয় পুলিশ এবং দমকল। তবে কীভাবে ওই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটল, তা স্পষ্ট নয়।  পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিঁথি থানা এলাকায় বিটি রোডের সামনে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলার কাজ চলছিল। আচমকা প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। দু’জন শ্রমিক ট্যাঙ্কারে কাজ করছিলেন। তাঁরা গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত ঘোষণা করা হয়। অপর শ্রমিক চিকিৎসাধীন। ট্যাঙ্কারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে অনুমান। গ্যাস কাটারের সংস্পর্শে এসে তাতে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় দু’জন শ্রমিক ট্যাঙ্কার থেকে ছিটকে পড়েন। সিঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত সাধারণ মানুষ।