ফের কলকাতার হোটেল থেকে উদ্ধার এক মহিলার দেহ। শনিবার সকালে দক্ষিণ কলকাতার চেতলার একটি হোটেল থেকে ব্যাঙ্ক কর্মী ওই মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুমনা মণ্ডল (৩৮)। তিনি আদতে কসবার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। জানা গিয়েছে, আজ শনিবার সকালে দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ রয়েছে দেখে সন্দেহ হয় হোটেল কর্মচারীদের। এরপর অনেক সময় ডাকডাকির পর মহিলা সাড়া না দেওয়ায় পুলিসে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিস এসে দরজা ভেঙে বিছানা থেকে মহিলার দেহ উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, হোটেলের ওই রুম থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। তবে গতকাল, তাঁর পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি মিসিং ডায়রি করা হয়েছিল। পুলিসের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যাবতীয় দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।