জেলা

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় শৌচাগার থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

আগামী ১৪ মার্চ থেকে থেকে রাজ্যে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে মর্মান্তিক পরিণতি এক পরীক্ষার্থীর। বাড়ির শৌচাগার থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মোল্লার গেটে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সৌভিক অধিকারী। সন্তোষপুর গর্ভনমেন্ট কলোনি নেতাজি সুভাষ বিদ্যালয়ের ছাত্র ছিল সে। মৃত পরীক্ষার্থীর পরিবারের দাবি, প্রতিদিনের মতো শনিবার রাতে ঘরে পড়ছিল সৌভিক। পড়ার মাঝে উঠে শৌচাগারে যায় সে। কিন্তু বেশকিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও শৌচাগার থেকে বেরোয়নি সে। ডাকাডাকি করে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ঘরেও ফিরে আসেনি। এই অবস্থায় বাড়ির লোকজন শৌচাগারের দরজা ধাক্কা দিতে থাকেন। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই পড়ুয়া। তড়িঘড়ি তাকে উদ্ধার স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে তাকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।