দেশ

Budget 2025: প্রাচীন পুঁথি সংরক্ষণে জোর, সংস্কৃতি মন্ত্রকের বাজেট বৃদ্ধি ১০০ কোটি

প্রতিরক্ষা থেকে মহাকাশ সংক্রান্ত বিষয়, শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে জরুরি নানা ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমানো হয়েছে। কিন্তু, এই ট্রেন্ড তিনি সংস্কৃতি মন্ত্রকের মূল বাজেট বরাদ্দের ক্ষেত্রে অনুসরণ করেননি। বরং, হেঁটেছেন উলটো পথে। ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য সংস্কৃতি মন্ত্রকের বাজেট বরাদ্দ ধরা হয়েছে – ৩,৩৬০.৯৬ কোটি টাকা। যা গতবারের তুলনায় কিছুটা (প্রায় ১০০ কোটি টাকা) বেশি (৩,২৬০.৯৩ কোটি টাকা)। এই বাজেট বরাদ্দের একটা বড় অংশই খরচ করা হবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-এর জন্য। তারা পাবে এই বাজেটের ১,২৭৮.৪৯ কোটি টাকা। গত বছর এই পরিমাণটা ছিল – ১,২৭৩.৯১ কোটি টাকা। যদিও এই বাজেট বৃদ্ধি সর্বক্ষেত্রে (সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরিখে) দেখা যায়নি। দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার সাংস্কৃতিক উন্নয়নের প্রতি বরাবরই আগ্রহী। তা সত্ত্বেও এবারের বাজেটে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনে, শতবর্ষ পালনে কিংবা অন্য়ান্য বার্ষিক অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাজেট বরাদ্দ অনেকটাই কম করেছেন নির্মলা সীতারামন। যেমন – ২০২৪-২৫ আর্থিক বছরে এই ধরনের আয়োজনের জন্য খরচ ধরা হয়েছিল ১১০ কোটি টাকা। এবার তা কমিয়ে করা হয়েছে মাত্র ৩৫ কোটি টাকা। যদিও প্রধান প্রধান অনুষ্ঠানগুলি আয়োজন করার ক্ষেত্রে সরকারের তরফে আর্থিক সহযোগিতা প্রদানে কোনও প্রকার কার্পণ্য করা হবে না। এই ধরনের অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে – বিরসা মুণ্ডা ১৫০তম জন্মবার্ষিকী পালন, সংবিধান দিবসের ৭৫তম বার্ষিকী পালন এবং অহিল্য়া বাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী পালন। আন্তর্জাতিক মঞ্চে যৌথভাবে যেসমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেসবের খরচেও রাশ টেনেছেন নির্মলা। এই খাতে গতবারের বরাদ্দ ছিল ১০.৫০ কোটি টাকা। এবার তা কমিয়ে করা হয়েছে – ৪.৬৫ কোটি টাকা। এবারের বাজেটে বিভিন্ন সংগ্রহশালা – যেমন – ন্য়াশনাল মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট – প্রভৃতির জন্য বরাদ্দ করা হয়েছে ১২৬.৬৩ কোটি টাকা। কলা সংস্কৃতি বিকাশ যোজনা খাতে বরাদ্দ করা হয়েছে ১৯৮.৫০ কোটি টাকা। তবে, প্রাচীন পুঁথিপত্রের রক্ষণাবেক্ষণে ভারত সরকার যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সেটা এদিনের বাজেট বক্তৃতাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। যে কারণে ন্য়াশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস -এর জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গতবারের তুলনায় বেশ অনেকটাই বেশি।