কলকাতা

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে মমতা-ফিরহাদকে একযোগে নিশানা শুভেন্দুর

গত রবিবার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ সূত্রের খবর, ৬ জন এখনও নিখোঁজ৷ ধ্বংসস্তূপেকর নীচ থেকে একজনের গলার স্বর শোনা যাচ্ছে৷ উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে আর কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানেও যান মুখ্যমন্ত্রী৷ নবান্নের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার পাশাপাশি আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷এদিন এই ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, ‘লোকসভা ভোটের আগে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে সরকারি আধিকারিকদের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় কিম্বা ফিরহাদ হাকিমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ক্ষতিপূরণ ঘোষণা করলেন? ’ এই প্রশ্ন তুলে ‘X’এ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।